local time

Tuesday, 29 September 2015

কৈলাস পর্বত

গ্যাঙ্গডিস পর্বতের চূড়া যা তিব্বতের হিমালয় পর্বতমালার একটি অংশ এটিই এশিয়ার বৃহৎ সিন্ধু নদী, শতদ্রু নদী, ব্রহ্মপুত্র নদ নদীগুলোর উৎস স্থান একে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বওন চারটি ধর্মের তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয় হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাস পর্বত কে পরমেশ্বর ভগবান শিবের লীলাধাম বলা হয়েছে বাঙ্গলী হিন্দুদের ধারনা ভগবান শিব উনার সহধর্মিনী মা ভগবতি দুর্গা এবং কার্তিক গনেশ শিবপ্রিয় গন অর্থাৎ ভগবান শিবের অনুসারী ভক্তরা কৈলাসে বাস করেন পর্বতারোহীরা এর কিছু প্রমান পেয়েছন উত্তর দিক থেকে কৈলাস পর্বতে তাকালে দেখা যায় ভগবান শিবের মুখশ্রীর আকৃতি কৈলাস পর্বতের কাছেই তিব্বতের মানস সরোবর এবং রাক্ষসতাল অবস্থিত

No comments:

Post a Comment

Pages